Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

" নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন। "


শিরোনাম
২০২১-২০২২ ইং অর্থবছরে অতি দরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কার্ড প্রতি ১০ কেজি হারে চাল বিতরনের লক্ষ্যে অত্র ৫ নং শশরা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৫৬২২ টি ভিজিএফ উপকারভোগীর নাম ইউনিয়ন ভিজিএফ কমিটির মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
বিস্তারিত

ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ করা হবেঃ-

*** দুঃস্থ/অতি দরিদ্র ব্যক্তি/পরিবারকে সহায়তা প্রদান করা হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ/অতি দরিদ্র ব্যক্তি/পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে।

*** নিম্নোক্ত শর্তাবলীর মধ্যে কমপক্ষে ০৪ টি শর্ত পূরণ করে এমন ব্যক্তি/পরিবার/অতি দরিদ্র বলে গণ্য হবে।

১। যে পরিবারের মালিকানায় কোন জমি নেই বা ভিটে বাড়ি ছাড়া কোন জমি নেই।

২।  যে পরিবার দিন মজুর আয়ের উপর নির্ভরশীল।

৩। যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাতবৃত্তির ইপর নির্ভরশীল।

৪।  যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোন পুরুষ নেই।

৫। যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে যেতে হয়।

৬।  যে পরিবারে উপার্জনশীল কোন সম্পদ নেই।

৭।  যে পরিবার প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাক প্রাপ্ত মহিলা।

৮। যে পরিবার প্রধান অসচ্ছল মুক্তিযোদ্ধা।

৯।  যে পরিবার প্রধান অসচ্ছল অক্ষম প্রতিবন্ধী।

১০।  যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য/অর্থ সংকটে পড়েছে।

দ্রষ্টব্যঃ কোন অবস্থাতেই একই পরিবারে একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড পাবে না।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/04/2022
আর্কাইভ তারিখ
03/05/2022