আনন্দ সাগর : পাঁচ সাগরের জেলা দিনাজপুর। এখানে রয়েছে পাঁচটি দিঘি। জেলা শহরের কিছু দূরে হলেও এসব দিঘির রয়েছে ইতিহাস-ঐতিহ্য। সাগর নয়, তবু সাগর নামেই পরিচিত। দিঘিগুলো হলো- রামসাগর, সুখসাগর, মাতাসাগর, আনন্দ সাগর ও জুলুম সাগর। শশরা ইউনিয়নের উত্তরে আনন্দ সাগরের অবস্থান। এখানে প্রতি বছর হিন্দুধর্মাবলম্বীরা গোষ্ঠপূজা করেন এবং এক দিনের মেলাও বসে। জনশ্রুতি আছে, দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথ রানীকে নিয়ে সোনার নৌকায় রাজবাড়ি থেকে পানিপথে নৌবিহারে এ দিঘিতে আসতেন। এ জন্যই এর নাম হয়েছে আনন্দ সাগর। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের উত্তরে এর অবস্থান। ৭ একর আয়তনের এ দিঘির গভীরতা তুলনামূলক কম। বর্তমানে আনন্দ সাগরে মাছ চাষ করা করা হয়। কোনো সংস্কার না করায় পাড় বিলীনের পথে। অনেক গাছ ছিল এখন নেই।
শশরা ইউনিয়নের উত্তর-পূর্ব দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে এবং এই ইউনিয়নের অভন্তরে পানি নিস্কাশন ও পানি সরবরাহ সচল রাখার জন্য বিভিন্ন খাল রয়েছে। আত্রাই নদীর সাথে খালগুলোর সরাসরি যোগাযোগ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস