Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

" নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন। "


শিরোনাম
আনন্দ সাগর
স্থান

আনন্দ সাগর দিঘী দিনাজপুর শহর এর পূর্বে এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উত্তরে ৫ নং শশরা ইউনিয়নে অবস্থিত। দিনাজপুর শহর থেকে অটো রিক্সা যোগে ভাড়া ৩০ টাকা। 

কিভাবে যাওয়া যায়

আনন্দ সাগর দিঘী দিনাজপুর শহর এর পূর্বে এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উত্তরে ৫ নং শশরা ইউনিয়নে অবস্থিত। দিনাজপুর শহর থেকে অটো রিক্সা যোগে ভাড়া ৩০ টাকা। 

বিস্তারিত

আনন্দ সাগর : পাঁচ সাগরের জেলা দিনাজপুর। এখানে রয়েছে পাঁচটি দিঘি। জেলা শহরের কিছু দূরে হলেও এসব দিঘির রয়েছে ইতিহাস-ঐতিহ্য। সাগর নয়, তবু সাগর নামেই পরিচিত। দিঘিগুলো হলো- রামসাগর, সুখসাগর, মাতাসাগর, আনন্দ সাগর ও জুলুম সাগর। শশরা ইউনিয়নের উত্তরে আনন্দ সাগরের অবস্থান।   এখানে প্রতি বছর হিন্দুধর্মাবলম্বীরা গোষ্ঠপূজা করেন এবং এক দিনের মেলাও বসে। জনশ্রুতি আছে, দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথ রানীকে নিয়ে সোনার নৌকায় রাজবাড়ি থেকে পানিপথে নৌবিহারে এ দিঘিতে আসতেন। এ জন্যই এর নাম হয়েছে আনন্দ সাগর। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের উত্তরে এর অবস্থান। ৭ একর আয়তনের এ দিঘির গভীরতা তুলনামূলক কম। বর্তমানে আনন্দ সাগরে মাছ চাষ করা করা হয়। কোনো সংস্কার না করায় পাড় বিলীনের পথে। অনেক গাছ ছিল এখন নেই।